শুক্রবার, ০৫ মার্চ ২০২১
অনুরাধা
অনুরাধা এসেছিল
শেষ বারের মত সন্ধ্যেবেলায়;
আমি বসেছিলাম নিরুপায়
চোখের সামনে দেখছিলাম
ব্যর্থ, পরাজিত, নিরুত্তাপ নিজেকে।
সেদিনও অনুরাধা ছিল
অপরাজিত কোন নায়িকার মতো,
পরেছিল গাঢ় নীল পাড়ের
আসমানি রঙের শাড়ী,
ছিলোনা মুখে তার
না পাওয়ার কোন বেদনা।
বুঝলাম, এ বিচ্ছেদে হয়নি সে সমব্যথী।
চুলের খোপায় জড়িয়েছিল
একগুচ্ছ বেলী; মনে হয়েছিল,
সেদিনও অনুরাধা জয়ী
হেরেছি শুধু আমি, তারপর
রচিত হয়েছিল মনের ভিতর
ব্যর্থ কোন উপন্যাস।
অনুরাধা, আজ কারও হৃদয়ের রানী
কারও বুকে কাপন তোলা প্রেমিকা।
অনুরাধারা ভালো থাকে সবসময়,
ভালবাসে শুধু নিজেকে,
হেরে যায় না কোনো দিন,
শুধু কারো বুকে,
তপ্ত অনল ধরে রাখে চিরদিন।
(কাব্যগ্রন্থ- প্রিয় অনুরাধা)
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত