মঙ্গলবার, ২৪ মে ২০২২
পৃথিবী বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে কাজের ধরণ। আপনি যদি দক্ষ হয়ে উঠতে পারেন, আপনার কাজের অভাব হবে না। ঢাকায় বসে এখন অনেকেই বিশ্বের নানা দেশের বিভিন্ন কোম্পানির দায়িত্ব পালন করছেন। প্রথম আলোর এই আর্টিকেলটি পড়তে পারেন-
এভাবেই বদলে যাচ্ছে সব। অনেক কোম্পানি এখন আছে যাদের হাজার কোটি টাকা ব্যবসা কিন্তু তা কেবল একটা ওয়েবসাইট দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় ট্যাক্সি কার রেন্ট কোম্পানি উবার, যাদের নিজেদের একটা গাড়িও নেই।
যাই হোক, যারা লিখতে ভালবাসেন, লিখে আয় করতে চান, তাদের জন্য আজকের এই লেখাটি।
আমরা আজ যেসব ঘরে বসে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট সম্পর্কে জানবো তারা লেখা প্রতি ৫০ থেকে ১০০০ ডলার সম্মানী দেয়। আপনি যদি গড়ে ১০০ ডলার করেও পান এবং মাসে ১০টা কনটেন্ট পাবলিশ করতে পারেন, তাহলেও আপনার একাউন্টে ১০০০ ডলার জমা হবে। ১০০০ ডলারকে একটু কষ্ট করে আজকের রেটে বাংলাদেশী টাকায় কনভার্ট করে দেখুন তো! কত টাকা হয়!
একটি আর্টিকেল লিখে জমা দিলেই তো আর আপনাকে টাকা দিবে না, তারা যদি আপনার আর্টিকেলটি থেকে ইনকাম করতে না পারে, তাহলে শুধু শুধু pay করবে কেন? তাই আর্টিকেল লেখার সময় এমনভাবে লিখতে হবে যেন রিভিউ বোর্ডে আটকে না যায়, ইডিটর যেন লেখাটি পছন্দ করে এবং পাবলিশ করতে আগ্রহী হয়। এজন্য একটি লেখায় যা যা থাকতে হবে:
আপনার ইংরেজি দক্ষতা যদি মোটামুটি হয়ে থাকে তবে কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কয়েকটি বিশ্বস্ত ও জনপ্রিয় ইংরেজিতে লেখালেখি করে আয় করার সাইট সম্পর্কে। লেখালেখির জন্য হাজার হাজার সাইট আছে। এখানে কয়েকটির কথা বললাম কেবল।
সাইটটি অন্য যেকোনো সাইট থেকে অনন্য। ওয়েবসাইটটি ‘Earth Island নামক একটি non profitable American Organization’ যাদের মূল প্রতিপাদ্য বিষয় ‘পরিবেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও’ দ্বারা পরিচালিত।
এই অর্গানাইজেশনের অনলাইন ম্যাগাজিন Earth Island Journal. ওয়েবসাইটটির অনলাইন মিডিয়ার পাশাপাশি ৩ মাস পরপর প্রিন্ট ভার্সন ম্যাগাজিন প্রকাশ করে।
এখানে মূলত রিপোর্টিং স্টাইলে লেখা পাবলিশ করা হয়। যেহেতু তাদের টার্গেট ভিজিটরস আন্তর্জাতিকব্যাপী, তাই লোকাল রিপোর্ট নিয়ে কাজ করতে পারবেন না। শুধুমাত্র ইন্টারনাশনাল এবং ন্যাশনাল টপিকে লিখতে পারবেন।
টেকনিক্যাল এবং শিক্ষা বিষয়ক রিপোর্ট, কবিতা ও ফিকশন নিয়ে লেখা পাবলিশ করা হয় না। তবে গল্প লিখে আয় করা করতে পারবেন।
এই ওয়েবসাইটটি ভিজিট করলে লেখার ধরন সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন। লেখা কমপ্লিট হলে তাদের মেইল এড্রেস এ পাঠিয়ে দিতে হবে। মেইল- [email protected]
ওয়েবসাইটটির অনলাইন ভার্সনের পাশাপাশি লেখা প্রকাশ হয় লিখিত জার্নালেও। তাই আপনার লেখার মান ভালো হলে অনলাইনে এর সাথে প্রিন্ট ভার্সন ম্যাগাজিনে প্রকাশনার জন্য দুইবার পেমেন্ট পাবেন।
নাম থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যা এই সাইটে মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল লিখে আয় করা যায়।
প্রশ্ন আসতে পারে, ছেলেরা কি লিখতে পারবে এই সাইটে? যি, অবশ্য লিখতে পারবেন তবে লেখা মহিলাদের নিয়ে হতে হবে।
সাইটটিতে প্রতিটি আর্টিকেলে শব্দ সংখ্যা ১৫০০ থেকে ৩০০০ এর মাঝে থাকতে হবে এবং কোনো কপি কনটেন্ট থাকা যাবে না।
ওয়েবসাইটটিতে আর্টিকেল লিখে ৫০ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত দিয়ে থাকে। নতুন লেখকদের প্রথমদিকে ৫০ থেকে ৭৫ ডলার দেওয়া হয়। তবে অভিজ্ঞ, দক্ষ লেখকদের এবং in depth বিশ্লেষনধর্মী লেখার জন্য ১০০ থেকে ১৫০ ডলার দেওয়া হয়।
আর্টিকেল পাবলিশ হওয়ার সাথে সাথে একটি ইনস্ট্রাকশনোল লিঙ্ক মেইল করা হয়, যেটি ব্যবহার করে পেপালে পেমেন্ট নিতে পারবেন।
এখানে কোনো unusual & interesting টপিকের উপর নূন্যতম ১০টি লিস্ট/তালিকা বানিয়ে আর্টিকেল প্রকাশ করা হয়। যেমন – Top 10 Ways People Got Paid To Do Nothing
লেখার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না, শুধু ইংরেজি দক্ষতা আর sense of humor প্রয়োজন। এখানে পোস্ট করে নিজের ওয়েবসাইটকেও প্রমোট করার সুযোগও রয়েছে।
লিস্টভার্স ওয়েবসাইটে কোনো আর্টিকেল পাবলিশ হলেই আপনি ১০০ ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ৭৫০০ টাকা পেয়ে যাবেন , যা পে-পাল একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
লেখালেখি করে আয় করা এই সাইটটি মূলত ফ্রিল্যান্স রাইটিং সাইট freelancewritersden এর অঙ্গ প্রতিষ্ঠান। তবে তাদের এই ব্লগ সাইটে গেস্ট পোস্ট করার সুযোগ দেওয়া হয় এবং লেখার জন্য সম্মানী দেওয়া হয়।
make a living writing সাইটে লেখা প্রতি ৭৫ থেকে ১৫০ডলার পে করে। পাবলিশড যেকোনো আর্টিকেলের জন্য নূন্যতম ৭৫ ডলার দেওয়া হয়। তথ্যবহুল, in depth এবং বড় আর্টিকেলের জন্য ১৫০ডলার দেওয়া হয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত