বুধবার, ১০ আগস্ট ২০২২
তবুও- এ শহরে কোথাও শান্তি নেই।
একটি শিশু খিলখিল হাসছে।
খুব সস্তায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয়।
ফুটপাত দিয়ে মানুষ হেঁটে চলে।
হকার্স’রা ফুটপাত থেকে দোকান ভেঙ্গে
সুদূরে তাদের গ্রামে এসে খালটিতে
মাছ চাষ করে জীবনযাপন করছে।
নাগরিক জীবনের পথে কোনো জ্যাম নেই,
মানুষের অপ্রয়োজনীয় গাড়িগুলো
কোন পরিত্যক্ত স্থানে রেখে এসেছে!
এ শহরে কোনো শব্দ নেই, নেই কোনো গন্ধ!
চায়ের দোকানে আড্ডা নেই। নেই কোন সভামিছিল!
কোনো নেতা নেই, ভূরিভূরি দল নেই!
নেই কোন অবৈধতা, নেই কারও প্রতিকারও
নেই রাগ-অভিমান-অভিযোগ।
টিভি স্ক্রিনে চোখ রাখলে সবাই দেখতে পায়-
এদেশে এবছর প্রচুর শিউলিফুলের চাষ হয়েছে,
দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী হচ্ছে ঝুড়িঝুড়ি শিউলিফুল!
সবুজপাতার ভাঁজেভাঁজে সবাই এখন সুখচিত্র আঁকে।
রক্তাক্ত হাত নেই, রক্তজমা একখণ্ড মাটিও নেই!
সবাই এখন জলে থাকা নির্জন মাছের মতন,
শীতল, নীবর এবং সুন্দর।
কারও মস্তিকে কোন অসুখ নেই।
সবাই যেনো নবজাতকের মতন সতেজ রোগহীন নিষ্পাপ!
তবুও কোথাও শান্তি নেই, ভেতরে অদ্ভুত এক বৈশাখীঝড়!
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.