সোমবার, ০৪ জুলাই ২০২২
গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কাশিমপুর মিনি ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, ইপিজেড ও কাশিমপুর মিনি ডিবিএল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ৮/৯টি ঝুট গুদাম পুড়ে গেছে।ওইসব গুদাম টিনশেডের তৈরি।
আগুনে ঝুট ও গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.