রবিবার, ০৩ জুলাই ২০২২
মশার অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গরমে মশার উৎপাত বাড়তে থাকে। এর ফলে ছড়ায় মারণ রোগ ডেঙ্গু। মশা দূর করার জন্য বাজারে যেসব স্প্রে বা লিকুইড পাওয়া যায় তাতে অনেকের শ্বাস নিতে সমস্যা হয়। অনেকের আবার গন্ধে সমস্যা হয়। এজন্য মশা দূর করতে ঘরোয়া উপায় বেছে নিন।
রসুন তেল ছড়িয়ে দিন বাড়িতে। রসুন তেল বানাতে কয়েক কোয়া রসুন নিয়ে পানিতে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই জল একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। রসুনের গন্ধে মশা আসবে না ঘরে।
আরও পড়ুন
কেমন হতে পারে করোনার চতুর্থ ঢেউ?
নারকেলের তেলের সঙ্গে নিম পাতার রস মিশিয়ে ভালো করে গায়ে মেখে নিন। আট থেকে দশ ঘণ্টা মশা শরীরে বসবে না। বাসন ধোয়া সাবান পানি ফেলে না দিয়ে, তাতে একটু সাবান ঢেলে ফেনা তৈরি করে ঘরের এক কোণে রাখুন। তাতেই পালাবে মশা। তবে রোজ এই পানি পাল্টাতে হবে। এছাড়া কর্পুর জ্বালাতে পারেন। মশার কয়েলের থেকে বেশি কাজে আসবে।
একটা পাতি লেবু দু’ভাগ করে কাটুন। তার মধ্যে দু’টো লবঙ্গ পুঁতে দিয়ে ঘরের এক কোণে রাখুন। লেবু ও লবঙ্গের গন্ধে মশা পালাবে। ঘরের ভিতরে মশা ঢুকবে না।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.