বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
সুরভী হাসনীন
শেষ কবে ঠিকঠাক
চুমু খেতে খেতে ছুঁয়েছ হৃদয়,
দাবানলে পুড়েছে শহর;
রঙহীন এ হৃদয় পোড়ে প্রতিক্ষণ।
ভীষণ কঠিন জীবন,
বুঝেছ কখনো মন?
মাতাল হয়েছ বৃষ্টির খোঁজে,
বর্ষণে ভেজনি কাকভোর-
মাতোয়ারা মাতাল আস্ফালন,
দম্ভোক্তি নয়ত স্বভাব;
জমেছে পচন সদরে।
রাজকবি ভুগছে সন্তাপ যৌনতায়,
শেষ কবে ছুঁয়েছ হৃদয়;
প্রেমের নিদারুণ অভাব!
সব ঘুম চুরি গেছে শহুরে মৌনতায়।
শেষ কবে কবি,
চুমু খেতে খেতে ছুঁয়েছ হৃদয়?
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত