মঙ্গলবার, ২৪ মে ২০২২
টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাইয়ের বন্ধুদের হাতে খুন হয়েছেন মো. মাসুদ (২৬) নামে এক ব্যক্তি।
উক্ত ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম নয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দশ-বারো জনকে আসামি করে রোববার সকালে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ জানান, পুলিশ ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সোহেলকে একটি সুইচ গিয়ারসহ (চাকুসদৃশ ) গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত অন্য সব আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন- পাগলা নয়ামাটি শাহী মহল্লার মো. ইদ্রিসের ছেলে রনি (২৩), সেলিম কসাইয়ের ছেলে শাওন (২১), স্বপনের ছেলে ইমরান (২১), খেতাবের ছেলে মাসুম (২৫), ওলি সরদারের ছেলে রাজু (২৫), মৃত খালেক সরদারের ছেলে মো. আক্তার (২৭), খলিল ড্রাইভারের ছেলে বাবু (২৪), মৃত বাহার উদ্দিনের ছেলে আকাশ (২৭)।
© সর্বস্বত্ব সংরক্ষিত