বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে ক্যাশ অফিসার পদে নেওয়া হবে ২০০ জন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে erecruitment.bb.org.bd এই ঠিকানায়।
প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে ৩২ বছর।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.