বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাদের মৃত্যু হয় বলে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
দেলদুয়ার উপজেলার পাচ এলাসিন গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস মিয়া (২৩) ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু নাসিরের মোদির দোকানে বসে মদ্যপান করেন। মদ্যপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকেন।
তারপর একজন ক্রেতা তাদের দোকানে পণ্য কেনার জন্য গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই অবস্থায় দোকানের পাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন।
আরও পড়ুন
মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার বিষপানে আত্মহত্যা
রাজাপুরে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরে খবর পেয়ে পরিবারের লোকজন তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির ও পারভেজকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.