মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
সাকিনা কাইউম
খুব সহজেই বলে দিলে কিভাবে ভালো থাকা যায়।
কিভাবে নিজেকে গুছিয়ে বাঁচা যায়।
ভালোবাসার মানুষটাকে কিভাবে ভুলে থাকা যায়।
সব বাল্যশিক্ষার মতো হাতে ধরে শিখিয়ে দিলে এক নিমিষেই!
ভালো থাকার জন্য –
নিজের পছন্দের কাজগুলো করতে হয়,
জোছনার আলো গায়ে মাখতে হয়;
আর বৃষ্টি এলে হাতে ছোঁয়াতে হয়।
একলা রাতে যখন গুমরে গুমরে কাঁদে মন
চোখের পানি আড়াল করতে হয়।
আসলে তুমি বড় ভালো শেখাতে পারো।
ভালোবাসা কারে কয় তুমিইতো শেখালে!
আমিতো এই অধ্যায়টা না পড়ার জন্য
সেদিন কতো অনুনয় করেছিলাম বল!
এরপর এর প্রতিটি পাঠ শেখাতে লাগলে দিনের পর দিন।
কিভাবে কাছে আসতে হয়, হাতটি ধরতে হয়,
সব সব শেখালে আমায়।
ধীরে ধীরে আমি দুর্দান্ত প্রেমিকা হয়ে উঠলাম।
পাগলের মতো ভালোবাসতে শিখলাম,
ভালোবাসা উজাড় করে দিতে শিখলাম।
এবং যত্ন করে বাচতে বাচতে মরে যেতে শিখলাম।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত