রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিরল উপজেলার ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), একই এলাকার শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজামের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, মোটরসাইকেলে ওই তিন যুবক দিনাজপুর শহর থেকে বিরলে নিজ বাড়ি ফিরছিলেন।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত