বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
দুই শিশু হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জাতীয় মানবাধিকার কমিশন। পুলিশের পাশপাশি কমিশনের তিন সদস্যের কমিটি তদন্ত করবে এ ঘটনা।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, বুধবারই এ কমিটি গঠন করা হয়েছে। ফৌজদারি যে অপরাধ হয়েছে তা তদন্ত করবে পুলিশ।
পুলিশ জানায়, গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তাদের চিৎকার যেন কেউ না শোনে, সেজন্য সাউন্ডবক্সে উচ্চ স্বরে গান বাজানো হয়।
মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ সাইদুল কবীরকে কমিটির প্রধান করা হয়েছে। অপর দুই সদস্য হলেন উপ-পরিচালক সুস্মিতা পাইক ও এম রবিউল ইসলাম।
উল্লেখ্য, সোমবার রাতে ডেমরায় একটি ফ্ল্যাট থেকে ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানের (৪) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানী নামের দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.