মঙ্গলবার, ২৪ মে ২০২২
সুনামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে কলেজ পড়ুয়া ওই যুবকের বিরুদ্ধে ফেসবুকে একটি আপত্তিকর পোস্টের অভিযোগ ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি দেখে ওই যুবকের পরিবার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, ‘পোস্টদাতাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।’
© সর্বস্বত্ব সংরক্ষিত