বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও পশুর উচ্ছিষ্ট অংশ পরিবেশসম্মতভাবে অপসারণে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানানো হয়। যেখানে সেখানে পশু জবাই থেকে বিরত থাকতে বলা হয়েছে।
জবাই করা পশুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়েছে। এছাড়া পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং নির্দিষ্ট স্থানে গর্ত করে তাতে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিতে বলা হয়েছে।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.