বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২
হাসান হামিদ একজন তরুণ কবি, গবেষক ও কলামিস্ট। তাঁর জন্ম ১৯৮৮ সালের ২৪ অক্টোবর সুনামগঞ্জ জেলায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখেন। বাংলাদেশের বাইরে তাঁর লেখা বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট কবিতা পুরস্কার (২০২১) এবং পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা (২০২১)। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আজকে চেহেল সেতুন, দাগাল এবং জলছাপ অন্তরজলে নিয়ে কথা বলবো।
চে হে ল সে তু ন
(একজন ক্রীতদাসের নবাব হয়ে ওঠার গল্প)
প্রাসাদের নাম চেহেল সেতুন। ১৭০৪ সালে রাজস্ব বিভাগের রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ সরিয়ে আনার পর নবাব মুর্শিদকুলী খান এটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদকে ঘিরে যার গল্প, সেই গল্প বিক্রি হয়ে যাওয়া একজন ক্রীতদাসের; স্রোতের বিপরীতে হেঁটে চলা একজন নবাবের। রাজা-বাদশাদের কথা বললে অনিবার্যভাবেই চলে আসে বিলাসিতা, যুদ্ধবিগ্রহ, জৌলুশ, মদের বুদবুদ আর নারী মাংসের গন্ধ। তবে এসবের পাশ কাটিয়ে পাঠক এখানে পাবেন অর্জন, আত্মবিশ্বাস আর দুর্দান্ত জীবনবোধের অন্য এক গল্প।
দা গা ল
(মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষে ঐতিহ্য সুবর্ণসংগ্রহ)
সময় ১৯৭১; দেশের দুই অংশে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট সারাক্ষণ মজে আছেন মদ ও নারী নিয়ে। আর নির্যাতিত অংশের প্রধান নেতাকে বন্দি করে জেলে আটকে রাখা হয়েছে। সেখানে কেমন কাটছে তার দিন-রাত? রাজনৈতিক ঘটনাবহুল এ উপন্যাসে বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধের একেবারে গহীন কিছু গল্প, নেতৃত্বের টানাপোড়েন আর দগদগে পোড়া মাংসের বিলাপ।
জ ল ছা প অ ন্ত র জ লে
(কবিতার বই)
আমি শেষ কবে কেঁদেছি, এবং কার জন্য
এখন আর মনে পড়ে না।
তোমাকেও বলে রাখি বোধ; এ আমার গোপন অসুখ,
কবেকার-এ আবার, জিজ্ঞেস করো না!
ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চাইলে:
বাতিঘর-
https://baatighar.com/author/hasan-hamid-ewtreg-24343
রকমারি-
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.