মঙ্গলবার, ২৪ মে ২০২২
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান জানান, শনিবার বেলা ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ি এলাকার ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে ঘটনাস্থলে ১৪ টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
ছয়তলা ওই ভবনে আনন্দ টিভির কার্যালয় রয়েছে। ভবনটির নিচতলায় ক্রেস্ট নির্মাতা প্রতিষ্ঠান এমিকনের কার্যালয়।
© সর্বস্বত্ব সংরক্ষিত