রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশে এই মুহূর্তে অফিস খোলার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে বাংলাদেশের সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার সঙ্গে অশিংদারিত্ব ভিত্তিতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান ফেসবুকের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেইফটি পলিসি প্রধান অ্যাম্বার হকস।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাম্বার হকস বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই। আমরা সম্প্রতি এক পাবলিক পলিসি ম্যানেজার নিয়োগ করেছি। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিনিয়োগ করছি। এনজিও, নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং সিভিল সোসাইটি সংস্থার সঙ্গে আমরা কাজ করার পরিকল্পনা করছি।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত