মঙ্গলবার, ২৪ মে ২০২২
করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে আজও ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার ১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪২২ জনের।
এ নিয়ে দেশটিতে মোট করোনাক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনে।
গত সপ্তাহের মঙ্গলবার ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারও বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। শনিবার ৪১ হাজার ৬৪৯ জন ও রোববার আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
© সর্বস্বত্ব সংরক্ষিত