রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় মসজিদে রোজার সময়ও জামাতে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তারাবির নামাজ ১০ রাকাআত আদায়ের কথা বলা হয়েছে।
রয়টার্স জানায়, সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী কর্তৃপক্ষ টুইটারে এই ঘোষণা দিয়েছে।
এর আগে করোনা নিয়ন্ত্রণে না এলে পুরো দেশের মসজিদে জামাতের উপর নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে জানিয়ে রোজার মাসে তারাবির নামাজ ঘরেই পড়ার আহ্বান জানিয়েছিল সৌদি সরকার।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত