সোমবার, ২৩ মে ২০২২
(এক)
তোমাকে পাবার আকুতি
আমাকে ঘুমাতে দেয় না।
আমাকে ভেঙে ফেলে,
এই কষ্টের শব্দ বড় তীব্র;
অথচ বাতাসও তা টের পায় না।
(দুই)
আয়না,
আমি নিজের ভেতর স্থির থাকতে পারি না।
আমি থাকি যেভাবে অস্থির থাকে নদীর আঙিনা।
(তিন)
ঘুমাও পাখি,
আমি তোমায়
ভালোবেসে ঢেকে রাখি।
(চার)
আমাদের দুজনের
একই তো ঘর,
একই ছাদে নয়।
এক পৃথিবীর উপর।
(পাঁচ)
সবশেষে
বাড়ি ফিরি নতমুখে।
ফেলে যাই অসুখ, স্বপ্নের ভীড়ে,
ধীরে ধীরে;
চাঁদ নেমে যায় রাতে।
আমাদের সময় বৃক্ষ হয়ে
ফের জন্মাবে পৃথিবীতে।
© সর্বস্বত্ব সংরক্ষিত