মঙ্গলবার, ২৪ মে ২০২২
একটি চুমোর শব্দে উঁড়ে গেলো পাখি
তারপর লক্ষ লক্ষ বছর ধরে অপলক তাকিয়ে।
হয়ত এ প্রহর শেষ হবে না
হয়ত কান পেতে তান বাজিয়ে গান শোনা
সাথে টুকটাক মারিজুয়ানা।
ঠোঁটের ভাজে শিশিরের টুপটাপ শব্দ
আপনি তাতেই বেহুস,তাতেই বেসামাল।
এখন ফিরে যাবার আর কোন পথ নেই
চলুন হেসে খেলে পার করি চুম্বনের রাত;
পরে থাক গাঁজা, পরে থাক ঢোল
ভুলে যাই পৃথিবীর সব কোলাহল
মেতে যাই চলুন আপনিতে মশগুল।
© সর্বস্বত্ব সংরক্ষিত