সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
ধর্ষণের শিকার নারীকে বিয়ে করার পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামি দিলীপ খালকোকে এক বছরের জামিন দেওয়া হয়েছে। এর আগে উভয়পক্ষের সম্মতিতে কারাফটকে বিয়ে হওয়ার বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন সংশ্নিষ্ট পক্ষের আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। অন্যপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহেদ চৌধুরী।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত