মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
সিয়াম হোসেন, রংপুর প্রতিনিধি
ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা হাসপাতাল ও ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ মাসের জেল দেওয়া হয়েছে ।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্টেট আফরিনা জাহান অভিযান চালিয়ে তাকে এই জরিমানা ও জেল দেন জরিমানার টাকা পরিশোধ করিতে না পারলে আরো ৩ মাসের জেল খাটতে হবে বলে জানান তিনি।
মেডিকেল মোড় এলাকায় অবস্থিত ওই ক্লিনিকে রফিকুল ইসলাম ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় রংপুর র্যাব ১৩ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত