বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
রাজধানীর কমলাপুরে হৃদয় (২২) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য হৃদয়ের লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
পুলিশ জানায়, হৃদয় ভাসমান হিসেবে মতিঝিল ও কমলাপুর এলাকায় থাকতেন। সোমবার রাতে কমলাপুরের বাজার রোড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা হৃদয়কে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয়ের মা- বাবা কিংবা তার ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.