মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সৌদি আরবের রিয়াদ থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত