মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১
সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে এক টাকাও ঋণ পাননি বিদেশফেরত কর্মীরা। বিদেশফেরতদের অভিযোগ, তারা প্যাকেজ থেকে নিজেদের পুনর্বাসনে ঋণ পাচ্ছেন না।
প্রবাসীকল্যাণ ব্যাংক বলছে, নীতিমালা না মেনে ঋণ দেওয়া সম্ভব নয়। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, ঋণ বিতরণ সহজ করতে অতিসম্প্রতি নীতিমালা নমনীয় করা হয়েছে।
করোনায় কাজ হারিয়ে দেশে ফেরা এবং বিদেশে মৃত্যুবরণকারীদের পরিবারের জন্য গত এপ্রিলে ২০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। কর্মী বিদেশ যাওয়ার সময় দেওয়া ফি থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিলে জমা টাকা থেকে এ প্যাকেজ ঘোষণা করা হয়।
৪ শতাংশ সুদে বিদেশফেরতদের পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে গত ১৩ জুলাই প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং সরকার মালিকানাধীন প্রবাসীকল্যাণ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এর মধ্যে সমঝোতা অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ পাওয়ার কথা। গত ১৫ জুলাই থেকে ঋণ বিতরণ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু দুই মাসে একজনও ঋণ পাননি।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত