মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
সিলেটে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিকনেতা খুন হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইকবাল হোসেন রিপন (৪০) সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, রাতে বাবনা পয়েন্ট এলাকায় কয়েকজন অজ্ঞাতপরিচয় লোক রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত