সোমবার, ১৫ আগস্ট ২০২২
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৮৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে পুরো বিভাগে করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৬৫ শতাংশ।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার ৪৬ দশমিক ৪১ শতাংশ। এছাড়া হবিগঞ্জে ৪২ দশমিক শূণ্য ৮ শতাংশ, মৌলভীবাজারে ৪১ দশমিক ৬৭ শতাংশ ও সুনামগঞ্জে ৩৭ দশমিক ৮১ শতাংশ।
এদিন সিলেট জেলায় ৩৬০ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.