সোমবার, ১৫ আগস্ট ২০২২
সিলেট বিভাগে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় রেকর্ড ১৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মারা যান। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে ১ জন করে মারা গেছেন।
এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৫ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। দীর্ঘ ৫২ দিন পর বুধবার এই বিভাগে করোনা শনাক্তের হার ২০ শতাংশের নিচে নেমেছিল। সেদিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ২৮ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে ২৩ দশমিক ৫১ শতাংশ।
আরও পড়ুন
মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবার বিষপানে আত্মহত্যা
রাজাপুরে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.