বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
সুন্দর সকালে শিশির ভেজা
দুর্বাঘাসের উপর,
নগ্ন পায়ে পথচলা তোমার
পুরনো অভ্যাস।
মুচকি হাসির মাঝে লুকিয়ে থাকে
রহস্যের জটিলতা।
পরখ করে দেখেছি তোমায়,
অভিমানী মন কত কোমল!
দুধের মত ধবধবে সাদা,
বক পাখির রং
নিমেষেই কেমন জানি
ম্লান হয়ে যাও।
একটু পরেই আবার ফিরে দেখা
সেই তুমি,
অনন্তকালের সৌন্দর্য বহমান
পাহাড়ি ঝর্না।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত