মঙ্গলবার, ২৪ মে ২০২২
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ এক অজ্ঞাত যুবকের (৩৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
বুধবার সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার উত্তর বগাদিয়া গ্রামের আমির উদ্দিন হাজিবাড়ির ইউনুস মিয়ার নির্মাণাধীন খালি বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে। তবে অজ্ঞাত লাশের পরিচয় জানা যায়নি।
© সর্বস্বত্ব সংরক্ষিত