রবিবার, ২৪ জানুয়ারি ২০২১
করোনাভাইরাসের কারণে সৌদি আরবে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজও বাড়িতে পড়া যেতে পারে বলে জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ।
এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজও বাড়িতে আদায় করতে বলা হয়েছে। খবর রয়টার্সের।
সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা শেখ আবদুল আজিজ বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত