রবিবার, ০৩ জুলাই ২০২২
হাটহাজারীর উপজেলার মির্জাপুরে এক নারিকেল ব্যবসায়ীকে খুন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় মাইট্টা পুল সংলগ্ন মরা ছড়ার পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুন হওয়া আবদুল্লাহ আল মামুন (২৫) মোমেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন মিস্ত্রির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামুন সরকার হাট বাজারের নারিকেল ব্যবসায়ী ছিলেন। সেখানে তার নারিকেলের গুদাম রয়েছে। শুক্রবার বিকেলে সে ঘর থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে মাইট্টা পুল সংলগ্ন মরা ছড়ার পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর দেওয়া হলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার কপালে ছুরির আঘাত, মাথা থেতলানো ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।
নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, শুক্রবার বিকেল ৪টায় আমার ভাই দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। সর্বশেষ রাত পৌনে ৮টায় তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির অদূরে তার মরদেহ উদ্ধার করা হয়।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.