সোমবার, ১৫ আগস্ট ২০২২
তোমাতে ফিরবো না আর, শুভ্র সোনালী রোদে
মেলবো না ডানা; ভুলে যাবো যা কিছু অসুন্দর,
সৌন্দর্য ছাড়া আর কিছুরই পরোয়া করবো না কোনদিন।
যদি ফের ভালোবাসো, আগলাতে যাও আমায়-
ভুল করে যদি ফুটাতে চাও আবার গোলাপ;
যদি গলা চেপে থামাতে চাও এ উদ্ধত কণ্ঠস্বর-
সে সুযোগ তোমাকে আর কখনোই দেবো না।
অসুন্দরের পূজারী আর হবো না ভুলেও, কখখনো না!
তুমি চাইলেও আর হবো না শান্ত-সরল রিস্টওয়াচ,
মসৃণ দোপাট্টা ক্লিপ, মাপমতো স্নিগ্ধ ব্রেসিয়ার;
অনায়েস সুযোগেও ছুঁবো না বিষলতা তোমার আঙুল,
মরা কাঠ কসম করে বলবো না, ‘ভালোবাসি’।
তুমি চাইলেও আসমানী কিতাব ছুঁয়ে দেবো না কথা,
তোমার অজস্র দুপুর ডাকেও আর ফিরবো না পিছু;
ঘৃণা শব্দটির অর্থ যাই থাকুক অভিধানে;
আজ থেকে তবু তোমায় কেবল তাই-ই দেবো,
ভালোবাসাবাসি অনেক হয়েছে, আর নয়!
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.