সোমবার, ১৫ আগস্ট ২০২২
একদিন সারাদিন ধরে আমি তোমার গেরস্থালি দেখবো ।
দেখবো তোমার বুকে ভালোবাসা কোনখানে জমানো,
বিছানায় কাত হয়ে শু’লে কটা ভাঁজ হয় দেবদারু কোমরে;
কী করে হাত পেতে আগলে রাখো প্রেমিকের চুম্বন;
কষ্ট পেয়ে তোমার অশ্রু কী করে গাল বেয়ে ঝরে আর
দেখবো উৎসুক চোখ কীভাবে বিস্ময়ের সীমারেখা টানে!
আমি একদিন সারাদিন তোমার হাত ধরে বসে থাকবো।
দেখবো কী করে তুমি মুখে তুলে খাওয়াও;
জলঘরে স্নানের সময় গুনগুন করে কোন লাইনটি গাও
অথবা বানানো চায়ে চিনি কম বা বেশি পরীক্ষাটি কীভাবে করো;
আমি, সেদিন যদি তোমার জ্বর হয়, দেবো শীতল জলপট্টি;
আমি দেখবো তুমি লুকিয়ে কেমন কাঁদো!
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.