সোমবার, ১৫ আগস্ট ২০২২
যদি মরে টরে যাই, আজ এই রাতে;
নিশ্বাসের সবকটি দরোজার কপাট লেগে যায়; তুমিহীন ।
তবে এই কবিতাটি আমার শেষ কবিতা হবে ।
বুকের এখনকার ব্যথাটি শেষ ব্যথা;
প্রবলভাবে তোমাকে পাইনি এ আক্ষেপটি শেষ যাতনা;
এ মুহুর্তের অভিমানটি শেষ মায়া;
আজ মরে গেলে এই আঙুলগুলো আগামীতে বৃক্ষ হবে ।
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.