সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী চলবে আগামী ২৯ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
২২তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২০ এর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সংযোজন বিশেষ কিউরেটেড প্রদর্শনীর আয়োজন। এবারেই প্রথমবারের মতো এ প্রদর্শনীতে বাংলাদেশের চারুশিল্প শিক্ষা প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়/চারুকলা ইন্সটিটিউট স্বত:স্ফূর্ত অংশগ্রহণে জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে বিষয়ভিত্তিক বিশেষ কিউরেটেড প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে। যা শিল্পী, শিল্পরসিক, শিল্পবোদ্ধা ও দর্শকদের জন্য আনন্দ ও ভাবনার নতুন বারতা নিয়ে আসবে। আর এ বিশেষ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনা করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
© দেশবার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত