বুধবার, ১০ আগস্ট ২০২২
স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং বাকি তিনজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪৬০ এবং ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন
কেমন হতে পারে করোনার চতুর্থ ঢেউ?
জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সূত্র : ইউএনবি
© 2022 - Deshbarta Magazine. All Rights Reserved.