
নিজস্ব প্রতিবেদকঃ “আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সন্ত্রাসের কারনে নির্বাচনী পরিবেশ বাধা গ্রস্থ হচ্ছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠনের নির্বাচন কমিশন অফিসে ঘেরাও কর্মসূচির সমালোচনা করে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার পর ঘেরাও অবরোধ কর্মসূচি প্রত্যাশিত নয়।
শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কেউ কেউ জাতীয় পার্টিকে সম্পুর্ণ অযোক্তিক ভাবে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে যাচ্ছে। অথচ জুলাই আন্দোলনে জাতীয় পার্টির অবস্থান জাতি নিশ্চয়ই অবগত আছে।
নির্বাচনের আপীল কমিশনে দলীয় প্রার্থীর পক্ষে আপীল লড়তে এসে তিনি উপস্থিত সাংবাদিকদের এই কথাগুলো বলেন।
আজ মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ নির্বাচন কমিশনের আপীল বিভাগে জাতীয় পার্টির আপিল সহায়তা কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। আপীল কার্যক্রম শেষে মহাসচিব জানান, আজকের ৪র্থ দিনের আপীলের শুনানীতে জাতীয় পার্টির ৫ জন প্রাথীর মধ্যে সকলেরই আপীল মঞ্জুর হয়েছে। এখন পর্যন্ত ৩০ জন প্রার্থীর মধ্যে ২৫ জনেই আপীল মঞ্জুর ও ৫ জনের আপীল খারিজ হয়েছে।
আপীল খারিজ হওয়া প্রার্থীগণ উচ্চ আদালতে রীট করবেন বলে তিনি জানান।
প্রার্থী তালিকা হচ্ছে নিম্নরূপ-
১) সরকার মোঃ সালাউদ্দিন
জাতীয় আসন নং- ১৮৫ ঢাকা-১২
আপিল নং- – ২১৯ (মঞ্জুর)
২) মো: আকবর হোসাইন
জাতীয় আসন নং- ১১৫ ভোলা -০১
আপিল নং- ২৪৫ (মঞ্জুর)
৩) মোঃ লুৎফর রহমান রিপন
জাতীয় আসন নং-২ পঞ্চগড় -০২
আপিল নং- ২৫২ (মঞ্জুর)
৪) গোলাম মোস্তফা
জাতীয় আসন নং-২৫৭ কুমিল্লা-৯
আপিল নং- ২৫৫ ( মঞ্জুর)
৫) মো আয়ুব হোসেন
জাতীয় আসন নং- ১৬৭ কিশোর গঞ্জ ৬
আপীল নং ২৬৯ ( মঞ্জুর)
আপিল সহায়তা কমিটির আহ্বায়ক- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন – এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, মাহমুদ আলম, ইকবাল হোসেন তাপস, ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, এম এ রহিম, সোহেল রহমান প্রমূখ।

