1. admin@deshbarta.news : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

ঈদের ৬ নাটক নির্মাণ করলেন নাজনীন হাসান খান

দেশ বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত

বিনোদন ডেস্ক:- ঈদকে কেন্দ্র করে সবারই বাড়তি কিছু করার তাগিদ থাকে। প্রতিবছরের ন্যায় এবারের ঈদ আয়োজনেও পরিচালক নাজনীন হাসান খান নির্মাণ করলেন ৬টি নাটক।

এর মধ্যে সাত দিনব্যাপি ঈদের বিশেষ আয়োজনে থাকছে ৭ পর্বের নাটক ‘ভেজাল কাদের’।

ভিন্ন ভিন্ন গল্পে রয়েছে আরও ৫টি একক নাটক।

নাজনীন হাসান খান প্রতিবারই তার নির্মাণ শৈলীতে ভিন্ন ধরনের গল্প নিয়ে হাজির হন। নাটকগুলো লিখেছেন নাট্যকার রাজীব মণি দাস ও অর্পনা রানী রাজবংশী।

ঈদ উপলক্ষে তার নির্মিত নাটকগুলো হলো- ‘ভেজাল কাদের’, ‘দারোগা বউ জামাই আসামী’, ‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’, ‘আধুনিক চোর’ ও ‘টনিক ম্যান’।

এর মধ্যে ব্যতিক্রমধর্মী একটি গল্প ‘সর্বপ্যাথি ডাক্তার’।

শ্যামল যখন খুব ছোট, তখন বাবা বিনে চিকিৎসায় মারা যায়। তার ইচ্ছে ছিল ডাক্তার হওয়া। ওষুধ দোকানে পার্ট টাইম চাকরি করে পড়াশোনাও করে ডাক্তারি পড়ার সুযোগও পায়, কিন্তু টাকার অভাবে আর পড়াশোনা হয় না। এরপর বিভিন্ন বই-পুস্তক, ইউটিউব-গুগল রিসার্চ করে চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে গ্রামের মানুষের সেবা প্রদান করা শুরু করে। পশু-পাখি-মানুষ সর্বপ্রকার চিকিৎসা করায় হয়ে উঠেন সর্বপ্যাথি ডাক্তার। নামমাত্র টাকার বিনিময়ে কিংবা বিনে টাকায়ও চিকিৎসা প্রদান করে শ্যামল। ইলা শ্যামলকে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষকে টাকার অভাবে বিয়ে করতে পারে না, চাপ দেয় ইলা।

নির্মাণ প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, যে গল্পে মেসেজ থাকে না, তেমন গল্প নির্মাণে আমার আগ্রহ জাগে না। নাটক হবে আনন্দ বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজ গঠনের হাতিয়ারও।

কমেডি নাটক নির্মাণ করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমেডি গল্প নির্মাণ করি, কিন্তু কমেডির নামে ভাওরামি গল্প আমার একদমই পছন্দ না। দর্শককে আমি হাসাবো, তবে সেটা অবশ্যই শালীনতা এবং সামাজিক মূল্যবোধ ঠিক রেখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর