
বিশেষ প্রতিবেদকঃ আজ (২১ নভেম্বর ২০২৫) ঢাকার মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে মিরপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। ক্লাবের কার্যক্রমের উন্নয়ন, সাংবাদ তার মানোন্নয়ন এবং সদস্যদের পেশাগত নিরাপত্তা– এসব বিষয়কে কেন্দ্র করেই পুরো সভা জুড়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও সভায় যোগ দেন র. ই জাকির, জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি এস জয়, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ ওয়াই এস কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান এবং রশিদ ই মাহবুব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, “মিরপুর প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক।” তিনি জানান, “সাংবাদিকতার মান বৃদ্ধিতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ক্লাব পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “মিরপুর প্রেস ক্লাবকে দেশের শক্তিশালী ও জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠনে পরিণত করতে সদস্যদের ঐক্য ও সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন তার বক্তব্যে ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, “ক্লাবের ভৌত সুবিধা বৃদ্ধি, সদস্যদের কল্যাণমূলক প্রোগ্রাম, পেশাগত প্রশিক্ষণ এবং ডিজিটাল সাংবাদিকতার সুযোগ সম্প্রসারণ— সবকিছুর ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।” তার ভাষায়, “প্রতিটি সদস্য যদি পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে সমাজে সত্য ও ইতিবাচকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব।”
সভা শেষে অন্যান্য নেতৃবৃন্দও বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। সবাই মিলে প্রতিশ্রুতি দেন— মিরপুর প্রেস ক্লাবকে আরও সংগঠিত, আধুনিক ও কার্যকর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472