খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়ের পর ক্যাম্প ন্যূতে বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যূতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। জার্মান ক্লাবের সমর্থকরা স্টেডিয়ামটির আসন ভাঙচুর, পার্টিশন ধ্বংস ও টয়লেট নষ্ট করে দিয়েছেন। এমনকি উপরের সারিতে বসা সমর্থকরা নিচে থাকা বার্সা সমর্থকদের দিকে বস্তু ছুড়ে মারার ঘটনাও ঘটেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা স্টেডিয়ামের ক্ষতির বিস্তারিত নথি ইউয়েফার কাছে জমা দিয়েছে। ক্লাব আশা করছে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নেবে। বার্সা দাবি করছে, অভিযুক্ত ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের বিরুদ্ধে অন্তত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।
ঘটনার পাশাপাশি টিকিট ব্যবস্থাপনাতেও সমস্যা দেখা দিয়েছে। অভ্যন্তরীণ তদন্তে প্রায় ৫০০টি সন্দেহজনক টিকিট বিক্রির লেনদেন ধরা পড়েছে। বার্সা ধারণা করছে, প্রায় ১,০০০ ফ্রাঙ্কফুর্ট সমর্থক অফিসিয়াল টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করেছে। ইউয়েফা বর্তমানে পুরো প্রতিবেদন পর্যালোচনা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472