
ডেস্ক নিউজঃ বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শোক বার্তায় রাষ্ট্রপতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই মহীয়সী নেত্রীর প্রয়াণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও তার অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতির এই শোকের মুহূর্তে তিনি দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মনে করেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এ দেশের মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস এবং গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে তার অবদান অনস্বীকার্য।
রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর আজ মঙ্গলবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্তর থেকে শোকবার্তার পাশাপাশি তার সংগ্রামী জীবনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472