
বিশেষ প্রতিবেদকঃ চেক জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার জালাল উদ্দীনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া জালাল উদ্দীন বাহারছড়ার বাসিন্দা এবং সালেহ আহমদের ছেলে। তিনি গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলেও জানা গেছে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় দায়ের করা সিআর ৪৭১/২৫ নম্বর একটি মামলায় তিনি প্রধান আসামি। অভিযোগ রয়েছে, চেক প্রদান করে তা ইচ্ছাকৃতভাবে বাতিল বা অর্থ না রেখে প্রতারণামূলকভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করার চেষ্টা করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইন অনুযায়ী তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্তে আর্থিক জালিয়াতির একাধিক তথ্য উঠে এসেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জালাল উদ্দীনের বিরুদ্ধে আরও নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত। অভিযোগ রয়েছে, অতীত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ সুবিধা আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের মধ্যে অসন্তোষও দেখা গেছে। তবে এসব বিষয়ে এখনো তদন্তাধীন বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার নথিপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

