জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। যে ব্যক্তি মারা গেছেন তিনি এই এলাকার না। তাই তাকে কেউ চিনতে পারছেন না।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472