
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তরা পশ্চিম বিএনপির সাবেক সদস্য সচিব আজমুল হুদা মিঠু। মনোনয়ন ঘোষণার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“একজন ত্যাগী নেতাকে দল সঠিক সময়ের সঠিক মূল্যায়ন করেছে। এস এম জাহাঙ্গীর মানে—ঢাকা-১৮ আসনের জনগণের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার প্রতীক।”
তিনি আরও বলেন,
“এস এম জাহাঙ্গীর হোসেন একজন ত্যাগী, দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী। দল তাকে যথাযথ মূল্যায়ন করায় আমরা আনন্দিত। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে ঢাকা-১৮ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।”
নেতাকর্মীদের মধ্যেও মনোনয়ন ঘোষণা ঘিরে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সবাই আশা করছেন, এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে ঢাকা-১৮ আসনে বিএনপির নির্বাচনী মাঠ আরও শক্তিশালী হবে।

