
বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে চলমান বিতর্ক আরও তীব্র রূপ নিয়েছে। কলকাতার একটি সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পর কাজ না করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অভিযোগ তুলেছেন ছবিটির প্রযোজক সরিফুল ধাবক।
প্রায় তিন মাস আগে ভারতীয় বাংলা সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের জন্য ১১ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। চুক্তির সময় তিনি দুই দফায় মোট ৪ লাখ ১২ হাজার টাকা অগ্রিম নেন বলে দাবি প্রযোজকের। কিন্তু শুটিংয়ের সময়সূচি মিল না হওয়া এবং ভিসাজনিত সমস্যার কথা বলে শেষ পর্যন্ত কাজ থেকে সরে দাঁড়ান তিনি।
প্রযোজক সরিফুল ধাবক ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, তিশার জন্য ভিসার স্লট ঠিক করা হয়েছিল, কিন্তু নানা অজুহাতে তিনি সময়মতো ভারতীয় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেননি। এরপর আর ভিসা পাওয়া সম্ভব হয়নি। এমনকি তিশার সুবিধার কথা বিবেচনা করে একাধিকবার শুটিংয়ের সময়ও পরিবর্তন করা হয়। কিন্তু কাউকে কিছু না জানিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান বলে অভিযোগ তার।
ধাবক আরও জানান, সিনেমায় অভিনয় না করেও তানজিন তিশা অগ্রিম পারিশ্রমিক ফেরত দিচ্ছেন না। এ কারণে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত তিনি ইতোমধ্যেই গ্রহণ করেছেন।
অন্যদিকে, তানজিন তিশা নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ‘ভালোবাসার মরশুম’ প্রকল্পের কারণেই তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুই মাস অপেক্ষার পরও নির্মাতা প্রস্তুত না থাকায় বাধ্য হয়ে তিনি কাজ থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472