নিজস্ব প্রতিবেদকঃ ‘দেশবাসীকে পবিত্র লাইলাতুল মেরাজের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "আজকের এইদিনে অর্থাৎ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে আল্লাহর প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা:) আল্লাহ রাব্বুল আল আমিনের দিদার লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে উম্মতে মোহম্মাদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়াতে ফিরে এসেছিলেন। এ কারনেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত।"
এই দিনটিকে অত্যন্ত তাৎপর্য বিবেচনা করে জিএম কাদের আরো বলেন, আসুন আমরা সবাই এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দেগি করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হিংসা, হানাহানি থেকে মুক্ত হয়ে শান্তি সৌহাদ্য ও পারস্পরিক সহাবস্থান প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া প্রার্থণা করি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472