1. admin@deshbarta.news : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ধানক্ষেতে মিলল অটোচালকের মরদেহ

দেশ বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত

জাতীয় ডেস্ক:-নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে কাঞ্চন মিয়া (৬০) এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুড়ি চর বিএম কলেজের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মৃত মোতালিম মিয়ার ছেলে। পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে মেরে ধানের জমিতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশে খবর দিলে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে প্রযুক্তির সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর