নিজস্ব প্রতিবেদকঃ প্রবাস জীবনের ব্যস্ততা, সংগ্রাম আর নিজের শেকড়ের প্রতি ভালোবাসা—এই তিন অনুভূতিকে একসূত্রে গেঁথে পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীরা দীর্ঘদিন ধরে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করে আসছেন। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় প্রবাসীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগাল–এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পর্তুগালপ্রবাসী সুপরিচিত কমিউনিটি সংগঠক কাজী আনোয়ার হোসেন কায়েফ।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজকর্মী সোহাগ হাসান, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাব্বির মাহমুদ।

উপদেষ্টা পরিষদে অভিজ্ঞ ও প্রবীণ কমিউনিটি নেতারা
ব্রাহ্মণবাড়িয়াবাসীদের দীর্ঘদিনের উন্নয়ন কর্মকাণ্ডে যাঁরা নেতৃত্ব দিয়ে আসছেন, সেসব অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে গঠিত হয়েছে উপদেষ্টা পরিষদ। এতে রয়েছেন— শাহাদাত হোসেন শাহিন, নাছির হোসেন, রেজাউল করিম আবেদ, ফারুক হোসেন, খোকা মিয়া, জাবেদ মিয়া, আব্দুল্লাহ আল মামুন, মুজিবুর রহমান, আব্দুস সাত্তার, আকরামুল ইসলাম, শাহেদ সোহেল, জহিরুল ইসলাম ও তুহিন মিয়া।
নতুন কমিটির ঘোষণাকে ঘিরে কমিউনিটির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শেখ সুমন, কাজী আসলাম, মনির হোসেন, মাহাদী জয়, শাহেদ মোল্লা, এরশাদ মিয়া, ফেরদৌস মিয়া, বাবু শিকদার ও আতিক আল মামুন।
কমিউনিটির সুনাম রক্ষায় অঙ্গীকার
নবনির্বাচিত সভাপতি কাজী আনোয়ার হোসেন কায়েফ বলেন,
“প্রবাসে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম ধরে রাখা ও কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতে কাজ করব। প্রবাসীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির সহায়ক নন; তাঁরা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিশ্বের সামনে তুলে ধরেন। তাই কমিউনিটির প্রতিটি সদস্যকে সম্মান, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই হবে নতুন নেতৃত্বের মূল দায়িত্ব।
সবার প্রত্যাশা—প্রবাসীদের স্বার্থে কার্যকর ভূমিকা
নবগঠিত কমিটি নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের মতে, সুশৃঙ্খল একটি কমিটি প্রবাসে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের ভিসা-সংক্রান্ত সমস্যা, কর্মসংস্থান, সামাজিক সহায়তা, মানবিক সহযোগিতা এবং নতুন প্রবাসীদের দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন— “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পরিশ্রমী, ঐক্যবদ্ধ এবং মানবিক কাজের প্রতি আগ্রহী। পর্তুগালে এই কমিউনিটি সেই ভাবমূর্তি ধরে রাখবে। নতুন কমিটির মাধ্যমে প্রবাসীরা আবারও এক নতুন শক্তিতে সংগঠিত হবে।”
কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা
নতুন কমিটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে—
কমিউনিটির সদস্যদের বিশ্বাস, এই ধরনের উদ্যোগ শুধু প্রবাসীদের উপকারেই নয়, দেশের ব্রাহ্মণবাড়িয়ায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।
সবার শুভেচ্ছা, সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের নতুন কমিটি তাদের যাত্রা শুরু করল। প্রবাসের মাটিতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঐক্য, সুনাম ও কল্যাণ নিশ্চিত করতে তারা কাজ করে যাবে—এমনই প্রত্যাশা সকলের।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472